gramerkagoj
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
gramerkagoj

❒ ছাত্রদলের নতুন সিদ্ধান্ত

জুলাই অভ্যুত্থান দিবসের সমাবেশ শহীদ মিনার থেকে শাহবাগে স্থানান্তর
প্রকাশ : বুধবার, ৩০ জুলাই , ২০২৫, ১২:৫৭:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2025-07-30_6889c27b55025.jpg

জুলাই অভ্যুত্থান স্মরণে আসন্ন ৩ আগস্ট জাতীয়তাবাদী ছাত্রদলের নির্ধারিত ছাত্র সমাবেশ শহীদ মিনার থেকে শাহবাগে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অনুরোধে।

বুধবার (৩০ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

রাকিব বলেন, ছাত্রদল যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শহীদ মিনারে সমাবেশের জন্য অনুমতি পেয়েছিল। কিন্তু এনসিপির পক্ষ থেকে বারবার অনুরোধ আসায়, আমরা একটি উদার গণতান্ত্রিক সংগঠন হিসেবে তাদের আবেদনে সাড়া দিয়ে শাহবাগে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, ছাত্রদলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চললেও আমরা রাজনৈতিক সৌহার্দ্য ও সহযোগিতার মানসিকতা বজায় রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নিয়েছি। তবে, শাহবাগের মতো ব্যস্ত এলাকায় সমাবেশ হলে জনদুর্ভোগ কিছুটা হতে পারে—সে বিষয়টি নগরবাসী যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন, সেই অনুরোধ জানাচ্ছি।

এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণাকে ‘ইতিবাচক’ হিসেবে স্বাগত জানান। তবে তিনি সংশয় প্রকাশ করে বলেন, যদি শেখ হাসিনার পৃষ্ঠপোষক ও সহায়তাকারীদের বিচার না হয়, তাহলে এই নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

আরও খবর

🔝