gramerkagoj
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
gramerkagoj
ছাত্রদলের সমাবেশ স্থান পরিবর্তনে এনসিপির কৃতজ্ঞতা প্রকাশ
প্রকাশ : বুধবার, ৩০ জুলাই , ২০২৫, ০১:১৫:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2025-07-30_6889c6a095746.jpg

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ব ঘোষিত ছাত্রসমাবেশের স্থান শহীদ মিনার থেকে শাহবাগ মোড়ে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম এই সিদ্ধান্তের জন্য বিএনপি ও ছাত্রদলকে আন্তরিক ধন্যবাদ জানান।

সারজিস আলম তার ফেসবুক পোস্টে বলেন, আমাদের অনুরোধে পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিএনপি এবং ছাত্রদলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি, পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের মাধ্যমেই গণতন্ত্রের উত্তরণ সম্ভব।

ছাত্রদলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান স্মরণে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে ৩৬ দিনব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্রসমাবেশ আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল।

এই কর্মসূচি পালনের লক্ষ্যে ছাত্রদল গত ২২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত আবেদন করে এবং ২৬ জুন অনুমতি লাভ করে। তবে এরপর গণমাধ্যমের মাধ্যমে তারা জানতে পারে, একই তারিখে একই স্থানে এনসিপিও একটি সমাবেশের প্রস্তুতি নিচ্ছে।

পরে এনসিপির নেতারা ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে স্থান পরিবর্তনের অনুরোধ জানান। ছাত্রদলের বিবৃতিতে বলা হয়, সমস্ত প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর স্থান পরিবর্তন অত্যন্ত কষ্টসাধ্য হলেও, গণতান্ত্রিক সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে আমরা এনসিপির অনুরোধ বিবেচনায় নিয়ে আমাদের সমাবেশ শহীদ মিনার থেকে শাহবাগে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

ছাত্রদল আরও জানায়, উদার রাজনৈতিক অবস্থানের প্রতিফলন হিসেবে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। তবে শাহবাগের মতো ব্যস্ত এলাকায় কর্মসূচি পালনের ফলে যদি কোনো ধরনের ভোগান্তি তৈরি হয়, তাহলে আমরা নগরবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করছি। আশা করি, নাগরিকরা আমাদের এই উদারতাকে মূল্যায়ন করবেন।

আরও খবর

🔝