gramerkagoj
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
gramerkagoj
সিইসির সঙ্গে বিকেলে বৈঠকে বসছে এনসিপি প্রতিনিধি দল
প্রকাশ : বুধবার, ৩০ জুলাই , ২০২৫, ০২:২৪:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2025-07-30_6889d6d243ad3.jpg

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল আজ বুধবার (৩০ জুলাই) বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসছে। নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এই বৈঠকে মূলত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব মুসফিক উস সালেহীন বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এনসিপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেবেন দলের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এবং এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের গ্লোবাল কো-অর্ডিনেটর তারিক আদনান মুন।

বৈঠকে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন, প্রবাসী ভোটার তালিকা, এবং নির্বাচন পদ্ধতিতে তাদের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরবে এনসিপি প্রতিনিধি দল।

আরও খবর

🔝