gramerkagoj
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
gramerkagoj
রংপুরে আবু সাঈদ হত্যা : অভিযোগ গঠনের আদেশ ৬ আগস্ট
প্রকাশ : বুধবার, ৩০ জুলাই , ২০২৫, ০৪:৩৭:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2025-07-30_6889f36506bb4.jpg

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ৬ আগস্ট দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বুধবার (৩০ জুলাই) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে নিযুক্ত চারজন আইনজীবী শুনানিতে অংশ নেন। এদের মধ্যে পাঁচ আসামির পক্ষে ছিলেন আইনজীবী সুজাত মিয়া, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের পক্ষে মামুনুর রশীদ, এবং আরও দুই আইনজীবী ছিলেন ইশরাত জাহান ও শহিদুল ইসলাম।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সহকারী হিসেবে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, মঈনুল করিম ও আবদুস সাত্তার পালোয়ান।

৩০ জুলাই সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে ছয়জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন—এএসআই আমির হোসেন, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

তাদের মধ্যে শরিফুল ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী আমিনুল গণি টিটো, সুজন চন্দ্র রায়ের পক্ষে আজিজুর রহমান দুলু এবং ইমরান চৌধুরীর পক্ষে সালাহউদ্দিন রিগ্যান। তিনজনের জন্য অব্যাহতি চেয়ে শুনানি করেন আইনজীবীরা।

২৮ জুলাই, প্রসিকিউশনের পক্ষ থেকে প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রায় দুই ঘণ্টাব্যাপী শুনানি করেন। ওইদিন তিনি মামলার বিস্তারিত অভিযোগ তুলে ধরেন।

২২ জুলাই, পলাতক ২৪ আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে স্টেট ডিফেন্স নিয়োগ দেন ট্রাইব্যুনাল-২। ওইদিন ২৮ জুলাইকে আনুষ্ঠানিক অভিযোগ শুনানির দিন হিসেবে ধার্য করা হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম, মিজানুল ইসলাম ও মঈনুল করিম।

প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের জানান, ৩০ জন আসামির মধ্যে ২৪ জন এখনও পলাতক। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও তারা আদালতে হাজির হননি। ফলে তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম চলবে।

১৩ জুলাই, এ মামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্য মামলায় গ্রেপ্তার রাসেল ও পারভেজকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পলাতক ২৪ আসামির গ্রেপ্তারের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল।

৩০ জুন ট্রাইব্যুনাল মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় এবং পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তারও আগে, ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেয় তদন্ত সংস্থা। মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়।

আরও খবর

🔝