gramerkagoj
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
gramerkagoj

❒ লিডারশিপ ট্রেনিং ক্যাম্পে জামায়াত আমির

ইসলামী আদর্শকে ধারণ করে দায়িত্বশীলদের এগিয়ে যেতে হবে

❒ লিডারশিপ,ট্রেনিং,ক্যাম্প,ডা.,শফিকুর,রহমান

প্রকাশ : বুধবার, ৩০ জুলাই , ২০২৫, ০৫:৫৩:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2025-07-30_688a07de24fd3.jpg

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাখা দায়িত্বশীলদের নিয়ে দুই দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং ক্যাম্প ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজধানীর মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে ২৮ ও ২৯ জুলাই এই প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এই আয়োজনের সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, ছাত্রশিবিরকে ছাত্রসমাজ ভালোবাসে—এই ভালোবাসার যথাযথ মূল্য দিতে হবে। এজন্য দায়িত্বশীলদের একাডেমিক পড়াশোনায় মনোযোগী, সাহসী ও পরিশ্রমী হতে হবে। তবেই ছাত্রসমাজের আশা-আকাঙ্ক্ষা পূরণ সম্ভব।

তিনি আরও বলেন, গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে ছাত্রশিবির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষাজীবন, মানসিক বিকাশ এবং স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়েছে। তবুও ইসলামী আদর্শকে ধারণ করে দায়িত্বশীলদের এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, ইসলামের ইতিহাসে অপপ্রচার নতুন নয়। এখনো একটি গোষ্ঠী মিথ্যা প্রচারে লিপ্ত। আমরা সেই অপপ্রচারের জবাব দেব গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে। যারা অপপ্রচার চালাচ্ছে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

দুদিনব্যাপী এই ট্রেনিং ক্যাম্পে ছিল উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব, ব্রেইনস্টর্মিং সেশন, সংগঠন সম্প্রসারণ ও শক্তি অর্জনের কৌশল, জনশক্তি ব্যবস্থাপনা, দক্ষ নেতৃত্ব গঠন, লিডারশিপ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, অফিস ম্যানেজমেন্ট, এবং দেশীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণসহ নানা গুরুত্বপূর্ণ সেশন।

সমাপনী অধিবেশনে শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আমরা সবার বাংলাদেশ গড়তে চাই। তাই আমাদের সবাইকে আদর্শবান, আমানতদার ও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, ছাত্রশিবিরের প্রতিটি কর্মীকে বিশ্বমানের নেতৃত্বের উপযোগী হয়ে উঠতে হবে, যাতে সংগঠনের কাজ দেশের কল্যাণে কাজে লাগে।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিন, অ্যাডভোকেট আতিকুর রহমান, ইয়াছিন আরাফাত, পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, সালাহউদ্দিন আইয়ুবী, মঞ্জুরুল ইসলাম, শিক্ষাবিদ ড. মোহাম্মদ আসাদুল্লাহ।

আরও খবর

🔝