gramerkagoj
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
gramerkagoj
বাংলাদেশের দুই সাঁতারুর ইংলিশ চ্যানেল পাড়ি
প্রকাশ : বুধবার, ৩০ জুলাই , ২০২৫, ০৭:২৯:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-07-30_688a1e92224d8.jpg

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। দীর্ঘ ৩৭ বছর পর মঙ্গলবার ভারতের চার সাঁতারুর সঙ্গে রিলেতে ১২ ঘণ্টা ১০ মিনিট সময় নিয়ে চ্যানেল পড়ি দিয়েছেন তাঁরা।
এশিয়ার প্রথম সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন বাংলাদেশের ব্রজেন দাস। ১৯৫৮ থেকে ১৯৬১ সাল এই সময়ের মধ্যে ছয়বার এই চ্যানেল পাড়ি দিয়েছিলেন ব্রজেন দাস।
সবচেয়ে কম সময়ে চ্যানেল পাড়ি দেওয়ার রেকর্ডও আছে তাঁর। এরপর ১৯৬৫ সালে আবদুল মালেক ও সর্বশেষ ১৯৮৭ সালে মোশারফ হোসেন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন।
ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া যে কোনো সাঁতারুর জন্যই স্বপ্ন। তবে সাঁতারের জন্য স্লট পাওয়া যায় না।
কখনো এটা সাঁতারুদের জন্য হয়ে পড়ে ব্যয়বহুল। বাংলাদেশি দুই সাঁতারু ৭ জুলাই যুক্তরাজ্য যাওয়ার পর অপেক্ষায় থাকতে হয়েছে তাঁদের। আবহাওয়া প্রতিকূল থাকায় স্লট পাচ্ছিলেন না তাঁরা। চ্যানেলে জেলি ফিশ আছে।
পানির তাপমাত্রা থাকে ১৫ থেকে ১৯ ডিগ্রি। আবহাওয়া খারাপ থাকলে তো আরো সমস্যা। শেষ পর্যন্ত সফলভাবে চ্যানেল পাড়ি দিয়ে সন্তুষ্টি জানিয়েছেন এই দুই সাঁতারু।

আরও খবর

🔝