gramerkagoj
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
gramerkagoj
যশোর রেজিস্ট্রি অফিসে প্রায়ই ঘটছে চুরির ঘটনা
প্রকাশ : বৃহস্পতিবার, ৩১ জুলাই , ২০২৫, ১২:৪৩:০০ এএম
অচিন্ত্য বর্মন:
GK_2025-07-31_688a682d1f2ec.jpeg

যশোর সদর সাব-রেজিস্ট্রি অফিসের জেলা রেজিস্টার কার্যালয় এখন অরক্ষিত হয়ে পড়েছে। কর্মকর্তাদের চোখে ধুলো দিয়ে কে বা কারা চুরি করে নিয়ে যাচ্ছে বিভিন্ন মালামাল। কার্যালয়ে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হলেও বন্ধ হচ্ছে না চুরির ঘটনা। সম্প্রতি চুরির এসব ঘটনা ফাঁস হয় পড়লে রেজিস্ট্রি অফিসের অন্যান্য কর্মচারীসহ দলিল লেখকদের মধ্যে চরম সংশয় দেখা দিয়েছে । রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে সম্প্রতি জেলা রেজিস্টারের কার্যালয়ের প্রধান অফিস সহকারীর রুম থেকে আলমারি খুলে ৭/৮ রিম বালামের কাগজ চুরি হয়েছে। জেলা রেজিস্টারের জন্য রাখা ১০ টি ডাব এবং একটি সাবমার্সেল পাম্প চুরি হয়ে গেছে। কারা এসব মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে তা রহস্যের জালে বন্দি । অফিসের তিনজন কর্মচারী ওমেদার আশরাফ,অনু এবং নৈশপ্রহরী রাহাদ অফিস পাহারার দায়িত্বে থাকলেও তারা সদুত্তর দিতে পারছেনা। অভিযোগ উঠেছে নৈশ প্রহরী রাহাদ ঠিকমত দায়িত্ব পালন করেন না। তিনি রাতে অফিসে ডিউটি না করে বাসায় চলে যান । এ নিয়েও চলছে নানা গুঞ্জন । নাম প্রকাশ না করার শর্তে অফিসের কর্মচারীরা গ্রামের কাগজকে বলেন সম্প্রতি মালামাল চুরির ঘটনা ফাঁস হয়ে পড়লে অফিসের ভাবমূর্তি রক্ষার্থে চুরির ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে। অনেকে বলছেন রেজিস্ট্রি অফিসে গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সরকারি নগদ অর্থ রক্ষিত থাকে। সাধারণ কর্মচারীদের দাবি অফিসের নিরাপত্তা জোরদার করা । নজরদারি বাড়ানো না হলে বড় ধরনের ঘটনা ঘটতে পারে । এসব নিয়ে এখন কর্মচারীদের মাঝে চরম আতংকের সৃষ্টি হয়েছে । এ ব্যাপারে জেলা রেজিস্টারের সাথে ফোনে কয়েক দফা যোগাযোগ করা হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আরও খবর

🔝