gramerkagoj
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
gramerkagoj

❒ মেসির জোড়া অ্যাসিস্টে রোমাঞ্চকর জয়

ইন্টার মায়ামিতে দারুণ অভিষেক রদ্রিগো ডি পলের
প্রকাশ : বৃহস্পতিবার, ৩১ জুলাই , ২০২৫, ১০:২৮:০০ এএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-07-31_688af0f2bdca3.jpg

আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে এবার ইন্টার মায়ামির হয়ে অভিষেক ম্যাচেই আলো ছড়ালেন। স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে লোনে যোগ দিয়ে মাঠে নামেন তিনি। সেই ম্যাচেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন লিওনেল মেসি ও জর্ডি আলবা, আর মেসির দুই অ্যাসিস্টে ফ্লোরিডার ক্লাবটি পেয়েছে নাটকীয় জয়।

বাংলাদেশ সময় ৩১ জুলাই ভোরে, ক্লাব অ্যাটলাসের বিপক্ষে লিগ কাপের ম্যাচে মাঠে নামে ইন্টার মায়ামি। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পায় স্বাগতিকরা। যদিও প্রথমার্ধ ছিল গোলশূন্য, তবুও ম্যাচজুড়ে উত্তেজনার ঘাটতি ছিল না।

ম্যাচের ৬০ মিনিটে মেসির পাস থেকে গোল করে মায়ামিকে এগিয়ে নেন তেলাস্কো সেগোভিয়া। এরপর ৮০ মিনিটে রিভালদো লোজানো অ্যাটলাসকে সমতায় ফেরান। তবে ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে ফের মেসির অ্যাসিস্টে গোল করে মায়ামির জয় নিশ্চিত করেন মার্সেলো ভাইগান্ট।

এই ম্যাচ দিয়েই ডি পল, বুসকেটস ও আলবার মধ্যমাঠে নতুন রসায়নের আভাস মিলেছে। বিশেষ করে ডি পলের উপস্থিতি মাঝমাঠের ভারসাম্য অনেকটাই ঠিকঠাক রেখেছে। যদিও প্রথমার্ধে গোল পায়নি মায়ামি, তবে লুইস সুয়ারেজের একটি শট পোস্টে লাগে এবং অ্যাটলাস গোলরক্ষক দুটি দারুণ সেভ করেন।

দুই ম্যাচ পর জয় পেল ইন্টার মায়ামি, আর সেই জয়ে বড় অবদান রেখে মেসি যেন ফিরেছেন পুরোনো ছন্দে। একইসঙ্গে লিগ কাপের প্রথম ম্যাচ থেকেই পূর্ণ তিন পয়েন্ট অর্জন করলো ক্লাবটি, যা পরের রাউন্ডে তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

আরও খবর

🔝