gramerkagoj
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৫ ভাদ্র ১৪৩২
gramerkagoj
দেশের সাত অঞ্চলে ঝড়ের আশঙ্কা

❒ নদীবন্দরে সতর্কতা সংকেত

প্রকাশ : বৃহস্পতিবার, ৩১ জুলাই , ২০২৫, ১১:০৭:০০ এএম
কাগজ ডেস্ক:
GK_2025-07-31_688afa21d343e.jpg

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ঝুঁকি মোকাবেলায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আরও পড়ুন...

মৌলিক সংস্কার ইস্যুতে ঐক্যমত্য না হওয়ায় অনিশ্চয়তা

জামায়াত আমিরের হার্টে ব্লক, চলেছে জরুরি সার্জারির প্রস্তুতি

দিন ভালো কাটবে তুলার, চিন্তিত মীন


একই দিনে আরেকটি পূর্বাভাসে জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য দেখা দিয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এলাকায় থেকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও খবর

🔝