gramerkagoj
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
gramerkagoj

❒ পূর্বাচল প্লট কেলেঙ্কারি

শেখ হাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা
প্রকাশ : বৃহস্পতিবার, ৩১ জুলাই , ২০২৫, ১২:২৫:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2025-07-31_688b0c4563f23.jpg

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা জমির প্লট বরাদ্দে দুর্নীতির ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তিনটি পৃথক মামলা করেছে। এই মামলাগুলোর ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তিনটি মামলায় অভিযোগ গঠন করেন। তবে আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, তিনটি মামলায় পৃথকভাবে শেখ হাসিনাসহ ১২ জন, জয়সহ ১৭ জন এবং পুতুলসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। আদালত ইতোমধ্যে অভিযোগ গঠন করেছে এবং পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১১ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার, জাল কাগজপত্রের মাধ্যমে বরাদ্দ আদায় এবং সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগে এই মামলাগুলো করা হয়।

দুদক সূত্র জানায়, মামলার আসামিরা বর্তমানে পলাতক থাকায় আইনি প্রক্রিয়া অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের হাজির করার উদ্যোগ নেওয়া হবে।

আরও খবর

🔝