শিরোনাম |
❒ আন্দোলনে উত্তাল ‘জুলাইযোদ্ধারা’
রাজধানী ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে জুলাই সনদ ঘোষণার দাবিতে বিক্ষোভ করছেন ‘জুলাইযোদ্ধারা’। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টা থেকে শুরু হওয়া এই আন্দোলনে বিক্ষোভকারীরা শাহবাগ সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগানে মুখরিত করে তোলেন এলাকা।
আন্দোলনকারীদের মুখে ছিল শক্ত প্রতিজ্ঞা ও প্রতিবাদের সুর— ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘২৪-এর চেতনা বৃথা হতে দেব না’, ‘অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’—এমন নানা স্লোগান তুলছিলেন তারা।
আরও পড়ুন...
শেখ হাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রিয়াদের রুদ্ধশ্বাস উত্থান
বগুড়ায় যুবদল নেতা অতুল চন্দ্র দাসকে কুপিয়ে জখম
তাদের দাবি, জুলাই সনদ শুধু ঘোষণাই নয়, তা সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। একজন বিক্ষোভকারী বলেন, আমরা শুধু গাছের ফুল দেখতে চাই না, ফল হাতে নিয়েই ঘরে ফিরতে চাই। জুলাই সনদ আমাদের পেতে হবেই।
তারা অভিযোগ করেন, আগেও বহুবার দাবি জানানো হলেও সরকার কেবল আশ্বাস দিয়েছে, বাস্তব পদক্ষেপ নেয়নি। এবার আর পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
বিক্ষোভের কারণে শাহবাগ মোড়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে ওই এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা ও পথচারীরা।