শিরোনাম |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে তদন্ত আরও গভীর হয়েছে। পুলিশ জানিয়েছে, রাজধানীর বাড্ডা এলাকায় রিয়াদের আরও একটি গোপন বাসার খোঁজ পাওয়া গেছে। ওই বাসায় অভিযান চালিয়ে নগদ ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশের একজন কর্মকর্তা বলেন, আমরা রিয়াদের আরও চাঁদাবাজির বিষয়েও অনুসন্ধান চালাচ্ছি।
এর আগে, সোমবার রাতে ঢাকার নাখালপাড়ার বাসায় রিয়াদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। সেখান থেকে উদ্ধার করা হয় ২ কোটি ২৫ লাখ টাকার চেক এবং প্রায় ২০ লাখ টাকার এফডিআর নথিপত্র।
চাঁদাবাজির ঘটনায় রিয়াদ ও তার সহযোগীদের নাম সামনে আসে সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবি করার ঘটনায়। অভিযোগ অনুযায়ী, পাঁচ যুবক ‘সমন্বয়ক’ পরিচয়ে ওই বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। শাম্মী আহমেদ বাসায় না থাকায় তারা তার স্বামী সিদ্দিক আবু জাফরের কাছেই চাঁদা চায়।
কয়েকদিন পর তারা আবার বাসায় গিয়ে ১০ লাখ টাকা নিয়ে আসে, এবং ফের স্বর্ণালঙ্কার নিতে গেলে বাড়ির লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিকভাবে রিয়াদসহ পাঁচজনকে আটক করে।
এই ঘটনায় গুলশান থানায় চাঁদাবাজির মামলা করেন শাম্মী আহমেদের স্বামী। মামলায় ছয়জনকে এজাহারভুক্ত আসামি করা হয় এবং ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান আসামিদের সাত দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।