শিরোনাম |
❒ পূর্বাচল প্লট জালিয়াতি
পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠার প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে শেখ রেহেনা ও তাঁর তিন সন্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক তিনটি মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম বৃহস্পতিবার (৩১ জুলাই) অভিযোগ গঠন করেন।
দুদক জানায়, মামলার প্রধান আসামি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনা। বাকি আসামিদের মধ্যে রয়েছেন তাঁর মেয়ে ও যুক্তরাজ্যের ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও আরেক মেয়ে আজমিনা সিদ্দিক।
আরও পড়ুন...
শেখ হাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা
ভারতের ৬ কোম্পানির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ
রিয়াদের আরও একটি বাসা থেকে টাকা উদ্ধার
দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, তিনটি মামলায় শেখ রেহেনাসহ মোট ১৮ জনকে আসামি করা হয়েছে। একটি মামলায় শেখ রেহেনা, টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৭ জন, অপর দুটি মামলায় রাদওয়ান, টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৮ জন করে আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
আসামিরা কেউই আদালতে উপস্থিত ছিলেন না। ফলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
আদালত আগামী ১৩ আগস্ট মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৩০ কাঠা জমির বরাদ্দে কাগজপত্র জালিয়াতির মাধ্যমে প্লট দখলের চেষ্টা চালানো হয়। এই জালিয়াতির সঙ্গে রাজনীতিক ও উচ্চপর্যায়ের ব্যক্তিরা জড়িত বলে অভিযোগ উঠে।
এই মামলার কারণে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে, কারণ এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যরাও আসামির তালিকায় রয়েছেন।