শিরোনাম |
❒ অমীমাংসিত সাত বিষয়ের নিষ্পত্তির উদ্যোগ
ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, আজই দ্বিতীয় পর্যায়ের আলোচনার শেষ দিন এবং কমিশন আলোচনাটি সম্পন্ন করতে আগ্রহী ও প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, এখনো যেসব বিষয় আলোচনা হয়নি, সেগুলো আজ আলোচনা করা হবে এবং আলোচনার মাধ্যমেই নিষ্পত্তির চেষ্টা থাকবে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত দ্বিতীয় দফার ২৩তম বৈঠকে এসব কথা বলেন তিনি। সভার শুরুতেই তিনি জানান, এখন পর্যন্ত ১৪টি বিষয়ে ঐকমত্য হয়েছে, যদিও কিছু বিষয়ে মতানৈক্য রয়ে গেছে। আজ অবশিষ্ট সাতটি বিষয়ের ওপর আলোচনা চালিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হবে।
ড. রীয়াজ আরও বলেন, "জুলাই সনদ" বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। কমিশনের ভূমিকা এখানে কেবল একটি অনুঘটকের মতো। তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে প্রয়োজনে আবারও আলোচনার দরজা খোলা থাকবে।
আজকের আলোচ্য অমীমাংসিত সাতটি গুরুত্বপূর্ণ বিষয়:
১. সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান।
২. উচ্চকক্ষের গঠন, সদস্য নির্বাচনের পদ্ধতি ও এখতিয়ার।
৩. রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও ইলেকটোরাল কলেজ।
৪. রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব [সংবিধানের অনুচ্ছেদ ৪৮(৩)]।
৫. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।
৬. নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ।
৭. রাষ্ট্রের মূলনীতি সম্পর্কিত প্রস্তাব।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনার ফলাফল অনুযায়ী চূড়ান্ত খসড়া শিগগিরই রাজনৈতিক দলগুলোর কাছে হস্তান্তর করা হবে। আজকের দিনেই সুপারিশভিত্তিক আলোচনার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে বলে ধারণা করা হচ্ছে।