শিরোনাম |
❒ রিয়াদের চাঁদাবাজির তদন্তে নতুন মোড়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে তদন্তে নেমেছে পুলিশ। এ তদন্তের অংশ হিসেবে বাড্ডা এলাকায় রিয়াদের আরেকটি বাসার খোঁজ পেয়েছে পুলিশ। ওই বাসা থেকে উদ্ধার করা হয়েছে নগদ ২ লাখ ৯৮ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, রিয়াদ ও তার সহযোগীরা ঢাকার বিভিন্ন এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত। এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আমরা রিয়াদের চাঁদাবাজির অন্যান্য কার্যক্রম নিয়েও খোঁজ নিচ্ছি।
আরও পড়ুন...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রিয়াদের রুদ্ধশ্বাস উত্থান
রিয়াদের আরও একটি বাসা থেকে টাকা উদ্ধার
শেখ রেহেনা ও সন্তানদের বিরুদ্ধে বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি
সোমবার রাতে রাজধানীর নাখালপাড়ায় রিয়াদের বাসায় অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে উদ্ধার করা হয় প্রায় দুই কোটি ২৫ লাখ টাকার চারটি চেক। তদন্তে জানা গেছে, এসব চেক সাবেক এক সংসদ সদস্যের ব্যবসা প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছিল।
তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ওই সাবেক এমপির ব্যবসা প্রতিষ্ঠান ‘নিট জোন প্রাইভেট লিমিটেড’ থেকে মোট পাঁচ কোটি টাকার চেক নেওয়া হয়েছিল, যার মধ্যে ২ কোটি ২৫ লাখ টাকার চেক রিয়াদের কাছে পাওয়া যায়। বাকি আড়াই কোটি টাকার চেক রয়েছে রিয়াদের সহযোগীদের কাছে, যাদের পরিচয়ও পেয়েছে পুলিশ।
এ চেকগুলো আগস্ট মাসে ব্যাংকে জমা দেওয়ার পরিকল্পনা ছিল বলে জানা গেছে। তবে চেকগুলোর গায়ে কোনো নির্দিষ্ট নাম উল্লেখ না থাকলেও অর্থের পরিমাণ ও স্বাক্ষর ছিল স্পষ্ট।
চেক উদ্ধারের ঘটনায় রিয়াদ ও তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে আরেকটি নতুন মামলা প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি, চক্রটির অন্য সদস্যদেরও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।