শিরোনাম |
নাটোরের হরিশপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মুজিবুর রহমান (৬০) নামের একজন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরবেলা বনপাড়া মহাসড়কের হরিশপুর এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত মুজিবুর রহমান নাটোর সদর উপজেলার আটঘরিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মুজিবুর রহমান একটি অটোরিকশায় করে নাটোর শহরের দিকে যাচ্ছিলেন। পথে হরিশপুর চেয়ারম্যান রোডের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুজিবুর রহমানের মৃত্যু হয়।
অপরদিকে, সংঘর্ষে গুরুতর আহত হন অটোরিকশার চালক। তাকে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটিকে শনাক্ত করা হয়েছে এবং এর চালককে আটকের চেষ্টা চলছে।