gramerkagoj
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
gramerkagoj

❒ চাঁদপুরে গ্যারেজে অভিযান

চোরাই ৬ মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার
প্রকাশ : বৃহস্পতিবার, ৩১ জুলাই , ২০২৫, ০৫:৪৫:০০ পিএম
এ কে আজাদ, চাঁদপুর প্রতিনিধি:
GK_2025-07-31_688b575509659.jpg

চাঁদপুর সদর উপজেলার নিজগাছতলা এলাকায় একটি গ্যারেজে অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেলসহ একটি সংঘবদ্ধ চোরচক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গ্যারেজ মালিক আব্দুস সালাম খানের দেওয়া তথ্যে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। একইসঙ্গে গ্যারেজ মালিকসহ চক্রের আরও দুই সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।

আটক তিনজন হলেন—ফরিদগঞ্জ পৌরসভার দক্ষিণ কাছিয়াড়া এলাকার হারুন অর রশিদের ছেলে রাফসান ইসলাম নিলয় (২০), বারপাইকা এলাকার মো. সেলিমের ছেলে মো. ইয়ামিন (২১) এবং নিজগাছতলা এলাকার গ্যারেজ মালিক আব্দুস সালাম (২৬)।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, এই চক্রের সঙ্গে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার মোটরসাইকেল চোরচক্রের গভীর সম্পর্ক রয়েছে। তাদের একজন সদস্য, লক্ষ্মীপুরের ইয়াসিন, এসব চুরি করা মোটরসাইকেল সংগ্রহে মূল ভূমিকা পালন করেছে। পরে চুরি করা মোটরসাইকেলগুলো চাঁদপুরের নিজগাছতলার গ্যারেজে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়।

উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর মধ্যে রয়েছে—সুজুকি জিক্সার, ইয়ামাহা ফেজার, টিভিএস এপাচি, বাজাজ প্লাটিনা, এপাচি আরটিআর এবং হোন্ডা সিডিআই মডেলের মোটরসাইকেল।

চাঁদপুর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান বলেন, এটি মোটরসাইকেল চুরির একটি বড় সিন্ডিকেট। গোপন সংবাদের ভিত্তিতে আমরা সফলভাবে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ চক্রের সদস্যদের হাতেনাতে ধরতে সক্ষম হয়েছি।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা ইতোমধ্যে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে—কোথা থেকে মোটরসাইকেল চুরি করে, কোথায় বিক্রি করে এবং কীভাবে লেনদেন হয়। এমনকি কারা সেই টাকার ভাগ পায়, তাও তারা জানাচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

🔝