gramerkagoj
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
gramerkagoj
আগামী কয়েকদিন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রেস সচিব
প্রকাশ : বৃহস্পতিবার, ৩১ জুলাই , ২০২৫, ০৫:৪৬:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2025-07-31_688b5785ca025.jpg

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী পাঁচ-ছয় দিন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

শফিকুল আলম বলেন, এটা সরকারের জন্য একটি ক্রুশিয়াল টাইম। আগামী পাঁচ থেকে সাত দিনেই বোঝা যাবে আমরা কোন পথে যাচ্ছি।

তিনি আশ্বস্ত করেন, নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। প্রেস সচিব বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন, সেই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার দৃঢ় অবস্থান রয়েছে।

প্রেস সচিব আরও বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকলে আগামী নির্বাচন হবে উৎসবমুখর, সুষ্ঠু ও নিরপেক্ষ।

তিনি বলেন, অভ্যুত্থানের পর দেশের অর্থনৈতিক দুর্যোগ মোকাবিলা করে সরকার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পেরেছে। এটিই ছিল সরকারের বড় অর্জন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সন্তুষ্টি প্রকাশ করে শফিকুল আলম বলেন, নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের অপরাধকে শূন্যের কোটায় নামিয়ে আনতে সরকার সচেষ্ট।

চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজির বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। প্রমাণ মিললে যে কারো বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

🔝