gramerkagoj
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
gramerkagoj
বিএনপির আগাম নির্বাচনের দাবি আজ প্রমাণিত : মির্জা ফখরুল
প্রকাশ : বৃহস্পতিবার, ৩১ জুলাই , ২০২৫, ০৫:৫৮:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2025-07-31_688b5a71a8f5c.jpg

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত বছরের ৭ আগস্ট একটি সমাবেশ থেকে তিন মাসের মধ্যে নির্বাচন চেয়েছিলেন তারা, তখন অনেকেই এ দাবি নিয়ে সমালোচনা করেছিল। কিন্তু সময়ের পরিক্রমায় এখন প্রমাণিত হয়েছে, বিএনপির সেই দাবিটি যথার্থ ছিল।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা বলেছিলাম মৌলিক সংস্কার ছাড়া স্থিতিশীল নির্বাচন সম্ভব নয়। লন্ডন বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী যদি ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি গ্রহণযোগ্য নির্বাচন হতো, তবে দ্বিধা-দ্বন্দ্ব থাকত না।

তিনি সরকারের উদ্দেশে বলেন, সরকার যেন একটি ম্যাজিকাল বা কৃত্রিম দেশ গঠনের দিকে যাচ্ছে। কিন্তু সত্যিকারের পরিবর্তন আসবে জনগণের মধ্য থেকে, সরকার থেকে নয়। আমরা সে মনোভাব তাদের মধ্যে দেখতে পাচ্ছি না।

রাজনৈতিক সংস্কার নিয়ে বিএনপি মহাসচিব জানান, নানা সমস্যার মাঝেও ১২টি বিষয়ে ঐকমত্য এসেছে। বাকিগুলোর ক্ষেত্রেও ইতিবাচক অগ্রগতি আশাব্যঞ্জক।

"রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি পারস্পরিক বোঝাপড়া না থাকে, তাহলে তিক্ততা তৈরি হবেই,"—বলেও সতর্ক করেন তিনি। "সবারই মত প্রকাশের অধিকার আছে, তবে তার একটা সীমা থাকা উচিত।"

আরও খবর

🔝