gramerkagoj
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম খুলনায় সাংবাদিক বুলুর রহস্যজনক মৃত্যু গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে আহত চবির ১৮০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ৬০ মহেশপুরে ৩ ক্লিনিকে মোবাইল কোর্ট: জরিমানা ও সিলগালা কেশবপুরের তারেক সরদার হত্যা মামলায় তিনজনের ২ দিনের রিমান্ড মঞ্জুর যশোরে সোনা চোরাচালানকারী সন্দেহে একজন আটক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় প্রধান শিক্ষকসহ ৬ জনের বিরুদ্ধে শিক্ষকের মামলা রেলগেট পশ্চিমপাড়ার আলোচিত সাগরের বিরুদ্ধে আদালতে মামলা যশোরে দেড় কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক যশোরে ইট দিয়ে মেরে নারীর মাথা থেঁতলে দিলো যুগল যশোরে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে নারীর আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন যুবক
এশিয়ান কাপের বাছাই পর্বের দল ঘোষণা বাংলাদেশের
প্রকাশ : বৃহস্পতিবার, ৩১ জুলাই , ২০২৫, ০৭:২২:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-07-31_688b6e558f4df.jpg

নারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্স করা খেলোয়াড়দের ওপরই আস্থা রাখছেন কোচ পিটার বাটলার।সাফ চ্যাম্পিয়নশিপে খেলা স্কোয়াডকে নিয়েই এশিয়ান কাপের বাছাইয়ে নামবেন বাটলার।
বৃহস্পতিবার অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের দল ঘোষণার সময় স্কোয়াডে কোনো পরিবর্তন আনেননি বাংলাদেশি কোচ। আফঈদা খন্দকার-সাগরিকাদের নিয়ে সাফে চ্যাম্পিয়ন হওয়া ২৩ সদস্যকেই স্কোয়াডে রেখেছেন তিনি।
আগামী মাসে লাওসে যুব পর্যায়ের এশিয়ান কাপের বাছাই হবে। টুর্নামেন্টে অংশ নিতেই আগামী ২ আগস্ট দেশ ছাড়ার কথা টানা তৃতীয়বারের সাফ চ্যাম্পিয়নদের। বাছাইপর্বে ‘এইচ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ।
গ্রুপের বাকি দল হচ্ছে স্বাগতিক লাওসের সঙ্গে দক্ষিণ কোরিয়া ও পূর্ব তিমুর।
বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে লাওসের বিপক্ষে, আগামী ৬ আগস্ট। এরপর ৮ ও ১০ আগস্ট পূর্ব তিমুর ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। বাছাইপর্বে খেলা ৩৩ দলের গ্রুপ সেরা আট দল এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে। এ ছাড়া গ্রুপের দ্বিতীয় সেরা তিন দলও জায়গা ২০২৬ এশিয়ান কাপে।
‎ বাংলাদেশ দল:
গোলরক্ষক : স্বর্ণা রানী, মিলি আক্তার ও ফেরদৌসি আক্তার। ‎ডিফেন্ডার : জয়নব বিবি, আফঈদা খন্দকার (অধিনায়ক), রুমা আক্তার, সুরমা জান্নাত ও কানোম আক্তার। মিডফিল্ডার : স্বপ্না রানী, কানন রানী, ঐশী খাতুন, অয়ন্ত বালা, রুপা আক্তার, বর্ণা খাতুন, মুনকি আক্তার, সিনহা জাহান, শান্তি মার্ডি ও নাদিয়া আক্তার। ফরোয়ার্ড : পূজা দাস, উমেলা মারমা, সাগরিকা, তৃষ্ণা রানী ও নবীরণ খাতুন।

আরও খবর

🔝