শিরোনাম |
অভয়নগরে আস-সুন্নাহ ফাউন্ডেশন এর উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় ধোপাদী অন্চলের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬শতাধিক শিক্ষার্থীর হাতে ১৭শ বিভিন্ন প্রজাতির ফলের চারা বিতরণ করা হয়েছে। ৩১ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার
ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ চারা বিতরণ করা হয় । আস- সুন্নাহ ফাউন্ডেশন উম্মাহর স্বার্থে সুন্নাহার সাথে চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ একান্ত প্রচেষ্টায় ধোপাদী এলাকার শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ চারা বিতরণ অনুষ্ঠিত হয়। এ-সময় উপস্থিত ছিলেন ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো,মশিয়ার রহমান মশি, সাবেক কাউন্সিলর জাকির হোসেন সরদার,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারক কুমার বসু, শিক্ষার্থী আরাফাত হোসাইন, তৈহিদ হাসান, সাজ্জাদ হোসেন,মাহিম আহমেদ, মাহমুদুল আগবার,নাজমুল হাসান রাব্বি, শরিফুল ইসলাম প্রমুখ।