শিরোনাম |
তারুণ্যের উৎসব উপলক্ষে সারাদেশে তিনটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তিনটি টুর্নামেন্ট মিলিয়ে বাফুফের বাজেট প্রায় ১৬ কোটি টাকা। জাতীয় ক্রীড়া পরিষদের সূত্র মতে, এর মধ্যে পর্যায়ক্রমে ১০ কোটি টাকা দেবে সরকার। বাকি অর্থ স্পনসরদের কাছ থেকে সংগ্রহ করবে বাফুফে। মাঠ সংস্কার, দলগুলোর অংশগ্রহণ ফি, পুরস্কারসহ নানা খাতে এ অর্থ ব্যয় হবে।
এই প্রকল্পের আওতায় আয়োজন করা হবে আন্তঃজেলা হোম অ্যান্ড অ্যাওয়ে ফুটবল টুর্নামেন্ট। ছেলেদের অনূর্ধ্ব-১৭ ও মেয়েদের অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট। সবচেয়ে বড় আয়োজন আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট। যেখানে অংশ নেবে দেশের ৬৪টি জেলা। প্রতিটি জেলা খেলবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে।
জানা গেছে, আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে বয়সের কোনো বাধ্যবাধকতা থাকবে না। ২৫ থেকে ২৯ আগস্টের মধ্যে টুর্নামেন্টটি শুরুর পরিকল্পনা করছে বাফুফে। প্রায় চার মাসের এই মেগা টুর্নামেন্টের ফাইনাল হবে ঢাকায়।
এছাড়াও গুঞ্জন আছে, ক্যারিবিয়ান অঞ্চল থেকে দুইবারের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ আসরটিতে অংশ নেবে। কোনো বাছাইপর্ব ছাড়াই পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো দলগুলো বাদ পড়ছে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক থেকে।