gramerkagoj
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
gramerkagoj
বাগেরহাটে আসন পুনর্বিন্যাস নিয়ে উত্তাল মোংলা, শিল্পাঞ্চল অচল করে দেওয়ার হুশিয়ারি
প্রকাশ : বৃহস্পতিবার, ৩১ জুলাই , ২০২৫, ০৮:০৪:০০ পিএম
মোংলা প্রতিনিধি:
GK_2025-07-31_688b7842829d1.jpg

বাগেরহাট-০৩ (মোংলা-রামপাল) আসন ভেঙে পৃথককরণ এবং বাগেরহাট-০৪ আসন বিলুপ্তির ঘোষণার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে মোংলা। বৃহস্পতিবার সকালে পৌর বিএনপির ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর মার্কেট চত্বর থেকে বের হওয়া মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত মোংলা-রামপালবাসী কোনোভাবেই মেনে নেবে না। তারা অভিযোগ করেন, এটি পরিকল্পিত ষড়যন্ত্র, যার মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত ও জনবিচ্ছিন্ন করা হচ্ছে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিদ্ধান্ত বাতিল না হলে বন্দরসহ পুরো শিল্পাঞ্চল অচল করে দেওয়ার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুবুর রহমান মানিক, আ. মান্নান হাওলাদার, আব্দুল হালিম খোকনসহ স্থানীয় নেতারা।

উল্লেখ্য, নির্বাচন কমিশন বাগেরহাট-০৪ আসন বিলুপ্ত করে গাজীপুরে একটি নতুন আসনের প্রস্তাব দেয়, যা ঘিরে বাগেরহাটজুড়ে চলছে ক্ষোভ ও প্রতিবাদ।

আরও খবর

🔝