gramerkagoj
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
gramerkagoj
কেশবপুরে শিক্ষক রবি চক্রবর্তীর অবসরজনিত বিদায়
প্রকাশ : বৃহস্পতিবার, ৩১ জুলাই , ২০২৫, ০৮:১৫:০০ পিএম
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
GK_2025-07-31_688b7b18c29b8.jpg

যশোরের কেশবপুরের গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবি কুমার চক্রবর্তীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই দুপুরে বিদ্যালয়ের পক্ষ থেকে ওই শিক্ষকের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হায়দার আলীর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল। স্বাগত বক্তব্য দেন, গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু। অনুভূতি প্রকাশ করেন, বিদ্যালয় থেকে অবসর নেওয়া শিক্ষক রবি কুমার চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, শিক্ষক রফিকুল ইসলাম। শিক্ষক রবি কুমার চক্রবর্তীর বিদায় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সহকর্মী শিক্ষকসহ শিক্ষার্থীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানের অতিথি ও শিক্ষকেরা অবসরজনিত কারণে বিদায় নেওয়া শিক্ষক রবি কুমার চক্রবর্তীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। শিক্ষক রবি কুমার চক্রবর্তী ১৯৯৩ সালের জানুয়ারিতে গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যোগদান করেন। দীর্ঘ ৩২ বছর তিনি বিদ্যালয়ের ছাত্রীদের ইংরেজি বিষয়ে পাঠদান করিয়েছেন।

আরও খবর

🔝