gramerkagoj
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৫ ভাদ্র ১৪৩২
gramerkagoj

❒ মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হওয়ায় সংবর্ধনা

সড়কে নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে: লিটন
প্রকাশ : বৃহস্পতিবার, ৩১ জুলাই , ২০২৫, ১০:০৪:০০ পিএম
প্রেস বিজ্ঞপ্তি:
GK_2025-07-31_688b944612230.jpg

সংবর্ধিত হয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের খুলনা বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি আনিসুর রহমান লিটন। মঙ্গলবার বেলা ১১টায় তাকে এই সংবর্ধনা প্রদান করেন যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দ।
সংবর্ধা অনুষ্ঠানে আনিসুর রহমান লিটন বলেন, সকলে মিলেমিশে থাকতে পারলে সড়কে নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
যশোর মিনিবাস ও বাস মালিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মুসলিম আলী পাপ্পু। সভায় আনিসুর রহমান লিটনকে ফুল দিয়ে বরণ করে নেন নেতৃবৃন্দ।
সভায় বলা হয়, আনিসুর রহমান লিটনের নেতৃত্বে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ খুলনা বিভাগে একটি কার্যকরী ও গতিশীল সংগঠন হিসেবে পরিবহন মালিক-শ্রমিক স্বার্থ সংরক্ষণ করতে সক্ষম হবে।
সংবর্ধনার জবাবে আনিসুর রহমান লিটন বলেন, সকলে মিলে যে কমিটি গঠন করে দিয়েছেন সেই কমিটি সর্বাত্মকভাবে কাজ করে সড়ক পরিবহন মালিক, শ্রমিক এবং যাত্রীসাধারণের সুবিধায় নিরলসভাবে কাজ করে যাবে। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরানো, যাত্রী সেবার মান উন্নয়ন এবং মালিক-শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা ও সমন্বয় জোরালো করা হবে।
এক্ষেত্রে সকলকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের খুলনা বিভাগীয় কমিটির পাশে থেকে সহযোগিতা প্রদানের অনুরোধ জানান আনিসুর রহমান লিটন। এটা হলে তারা সবাই মিলে সড়কে নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আনিসুর রহমান লিটন আরও বলেন, শ্রমিক ভাইয়েরা হলেন পরিবহন ব্যবস্থাপনার প্রাণশক্তি। তাদের স্বার্থ যেমন দেখতে হবে তেমনি প্রধান শক্তি যাত্রীদের দিকটিও দেখতে হবে। যাত্রীদের মধ্যে আস্থা ফেরাতে এই খাতকে আরও আধুনিকায়নের কোনো বিকল্প নেই। এর মধ্য দিয়ে শ্রমিকদের মর্যাদা এবং সুবিধা যেমন বৃদ্ধি করা সম্ভব হবে তেমনি যাত্রীরাও মানসম্মত সেবায় সন্তুষ্ট হবেন। তখন পরিবহন খাত হয়ে উঠবে স্বস্তিময়।
সংবর্ধনা সভায় আরও উপস্থিত ছিলেন যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সহসভাপতি শফিউল আলম, গোলাম মওলা, শ্যামল ভট্টাচার্য, সহসম্পাদক জাকির হোসেন, শাহিদ কবির মিলন, তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন, ক্রীড়া ও প্রচার সম্পাদক বিশ^জিৎ ঘোষ, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, সদস্য ফজলুর রহমান, হাশেম, টিপু।

আরও খবর

🔝