শিরোনাম |
যশোর জেনারেল হাসপাতালে যোগদান করেছেন ৫২ জন প্রশিক্ষণার্থী চিকিৎসক। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন শাফায়াতের কাছে যোগদানপত্র জমা দেন প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা। এ সময় হাসপাতালে সিনিয়ার চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এসব শিক্ষার্থী যশোর মেডিকেল কলেজ থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্স সম্পন্ন করেন।
এমবিবিএস চূড়ান্ত পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে এক বছরের জন্য প্রশিক্ষাণার্থী (ইন্টার্ন) চিকিৎসক হিসেবে তারা যোগদান করলেন। হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবায় এক বছর প্রশিক্ষণ গ্রহণকালে তারা সরকারি নিয়মে মাসিক ভাতা প্রাপ্ত হবেন।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন শাফায়াত বলেন, এ সকল প্রশিক্ষণার্থী নবীন চিকিৎসক হাসপাতালে যোগদান করার ফলে রোগীরা যেমন উপকৃত হবেন, তেমনি চিকিৎসাবিদ্যায় তারা নিজেদেরকে গড়ে নিতে পারবেন। বাংলাদেশসহ সারা পৃথিবীতে একই নিয়মে নবীন চিকিৎসকরা এভাবে প্রশিক্ষণ গ্রহণ করেন।
এম বিবিএস কোর্স সম্পন্ন করার পর ভালো চিকিৎসক হয়ে গড়ে ওঠার জন্য একজন চিকিৎসকের জীবনে প্রশিক্ষণ (ইন্টার্ন) অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ চলাকালে রোগীদের চিকিৎসাসেবায় যে যত পরিশ্রম করেন তার জীবনে সফলতা তত বেশি অর্জিত হয়-বলেন তত্ত্বাবধায়ক।