gramerkagoj
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৫ ভাদ্র ১৪৩২
gramerkagoj
হৃদরোগে আক্রান্ত জামায়াত আমির, শনিবার বাইপাস সার্জারি
প্রকাশ : শুক্রবার, ১ আগস্ট , ২০২৫, ০৯:৩৮:০০ এএম
কাগজ ডেস্ক:
GK_2025-08-01_688c36d8d5d88.jpg

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শে আগামী শনিবার (২ আগস্ট) তার বাইপাস সার্জারি নির্ধারিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে যোগদানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি হলে তিনি হাসপাতাল ছাড়লেও চিকিৎসকদের ফলোআপে ছিলেন।

পরবর্তীতে ২৯ জুলাই তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রামের জন্য নেওয়া হয়। সেখানেই তার হার্টের তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়ে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে চিকিৎসকরা তাকে বাইপাস সার্জারির পরামর্শ দেন।

দলের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষের প্রতি ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্য ও সফল অস্ত্রোপচারের জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রিয় রাহবারের সুস্থতার জন্য নফল সালাত, রোজা, দান-সদকা ও দোয়ার মাধ্যমে আল্লাহর দরবারে প্রার্থনা করুন।

তিনি আরও বলেন, আসন্ন জুমার দিন মসজিদে-মসজিদে সম্মিলিত দোয়ার আয়োজন করে আমির সাহেবের পূর্ণ সুস্থতা কামনা করা যেতে পারে, যেন তিনি দ্রুত দ্বিনের ময়দানে ফিরে আসতে পারেন।

আরও খবর

🔝