gramerkagoj
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
gramerkagoj
ব্যাটিং ব্যর্থতায় দুই দিনেই হারের মুখে জিম্বাবুয়ে
প্রকাশ : শুক্রবার, ১ আগস্ট , ২০২৫, ১০:৪৮:০০ এএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-08-01_688c4738e8d52.jpg

বুলাওয়েতে প্রথম টেস্টের প্রথম দিন থেকেই ব্যাটে-বলে ব্যর্থ জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে ফেরার কিছুটা ইঙ্গিত দিলেও ব্যাটিং ব্যর্থতায় দুই দিন না যেতেই বড় হারের শঙ্কায় স্বাগতিকরা। লোয়ার অর্ডার ব্যাটারদের সঙ্গে দুর্দান্ত ৮০ রানের ইনিংস খেলে ড্যারিল মিচেল সফরকারী নিউজিল্যান্ডকে পৌঁছে দেন ৩০৭ রানে। এতে প্রথম ইনিংসে ১৫৮ রানের লিড নেয় তারা। দিনের শেষে জিম্বাবুয়ের দুই ওপেনারকেও ফিরিয়ে দিয়ে সফরকারীরা দখল নেয় ম্যাচের নিয়ন্ত্রণ।

প্রথম দিনের ৯২ রানে অপরাজিত নিউজিল্যান্ড দ্রুত পৌঁছে যায় ১৫৮ রানে। তবে এরপর মাত্র ৪২ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় সফরকারীরা। দিনের প্রথম বলেই উইল ইয়াংকে ফিরিয়ে দেন ব্লেসিং মুজারাবানি, শর্ট লেগে থাকা নিক ওয়েলচ চমৎকার ক্যাচ নেন। এরপর হেনরি নিকলস ও ডেভন কনওয়ে ৬৬ রানের জুটি গড়লেও, আবারও মুজারাবানির শর্ট বলে আউট হন নিকলস।

সেখান থেকেই শুরু হয় কিউইদের বিপর্যয়। রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, ও ডেভন কনওয়ে দ্রুত সাজঘরে ফিরে যান। বিশেষ করে কনওয়ে ৮৮ রানে গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ দিয়ে ফিরলে চাপে পড়ে নিউজিল্যান্ড।

৬ উইকেটে ২০০ রান থাকাকালীন ড্যারিল মিচেল দায়িত্ব নেন। প্রথমে স্যান্টনারের সঙ্গে ৩৩ রান, পরে নাথান স্মিথের সঙ্গে ৬১ রানের জুটি গড়েন তিনি। স্মিথ ব্যাটিংয়ের সময় দুইবার আঘাত পান এবং পরে চোট পেয়ে মাঠ ছাড়েন। শেষদিকে মিচেলও আউট হয়ে যান স্কুপ করতে গিয়ে। তবে তার ৮০ রানের ইনিংসই নিউজিল্যান্ডকে নিরাপদ লিড এনে দেয়।

১৫৮ রানে পিছিয়ে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে দিনের শেষ ভাগেই আরেকটি ধাক্কা খায়। হেনরি ও'রোর্কের বোলিংয়ে বেন কারান ও ব্রায়ান বেনেট আউট হয়ে ফিরে যান। এতে দিন শেষে জিম্বাবুয়ে এখনো ১২৭ রানে পিছিয়ে আছে এবং হাতে রয়েছে মাত্র ৮ উইকেট। ম্যাচের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি নিউজিল্যান্ডের হাতে।

আরও খবর

🔝