শিরোনাম |
নেত্রকোনার খালিয়াজুরি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান অজিত বরণ সরকারকে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অজিত সরকারকে আটক করা হয়। বর্তমানে তাকে সংশ্লিষ্ট থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চলতি বছরের ২ জুলাই খালিয়াজুরি উপজেলায় বিশেষ ক্ষমতা আইনে একটি নাশকতার মামলা দায়ের হয়। মামলার প্রধান আসামি করা হয় নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে।
এই মামলায় অজিত সরকার ৫ নম্বর আসামি হিসেবে উল্লেখ আছেন। এজাহারে ১৮৫ জনের নামোল্লেখ ছাড়াও অজ্ঞাত ২৫০ জনকে আসামি করা হয়।
মামলার বাদী ছিলেন খালিয়াজুরির সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মজলু মিয়া। তিনি অভিযোগ করেন, ২০২3 সালের ১৬ জুলাই উপজেলা বিএনপির নেতাকর্মীরা ভাঙচুর ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপরও হামলা চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্তের অংশ হিসেবে অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।