শিরোনাম |
অস্ট্রেলিয়ার কাছে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার পাকিস্তানের কাছেও হার দিয়ে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ। যুক্তরাষ্ট্রের লডারহিলে আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে ১৪ রানে জয় পেয়েছে পাকিস্তান।
প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৬ উইকেট হারিয়ে তোলে ১৭৮ রান। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৪ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ।
এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সালমান আলি আগার দল। বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারার পর এই জয় পাকিস্তানের জন্য ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়ার দারুণ সুযোগ।
১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্তই ছিল ওয়েস্ট ইন্ডিজের। প্রথম উইকেটে বিনা উইকেটেই মাত্র ৮ ওভারেই ৭২ রান তুলে ফেলে তারা। কিন্তু ইনিংসের ১২তম ওভারেই সব বদলে দেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ।
ওই ওভারেই তিনি ফিরিয়ে দেন দুই সেট ব্যাটার জুয়েল অ্যান্ড্রু (৩৩ বলে ৩৩) ও জনসন চার্লস (৩৬ বলে ৩৫) এবং নতুন নামা গুদাকেশ মতি (১ বলে ০)–তিনজনকে পরপর আউট করে ব্যাকফুটে ঠেলে দেন ওয়েস্ট ইন্ডিজকে।
পরের ওভারে শাই হোপকেও সাজঘরে পাঠান সাইম আইয়ুব। এরপর ১৫ ও ১৬তম ওভারে আরও দুটি উইকেট হারিয়ে ১১০ রানেই ৭ উইকেট পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের।
এক পর্যায়ে মনে হচ্ছিল পাকিস্তান সহজেই জিতে যাবে। তবে শেষ দিকে নাটকীয় উত্তেজনা তৈরি করেন জেসন হোল্ডার। মাত্র ১২ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে ছক্কার পর ছক্কা হাঁকিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন তিনি।
শেষ ওভারে পাকিস্তানের পেসার ফাহিম আশরাফ প্রথমে দুটি ওয়াইড দেন। এরপর বৈধ প্রথম বলেই হোল্ডার মারেন ছক্কা। মুহূর্তেই বাড়ে পাকিস্তানের টেনশন। তবে দ্বিতীয় বলটি ডট এবং তৃতীয় বলে ১ রান নেওয়ায় ম্যাচ আবার পাকিস্তানের দিকে মোড় নেয়।
শেষ পর্যন্ত ১৪ রানে জয় নিশ্চিত করে ফাহিমের দল। হোল্ডার অপরাজিত থাকেন ১২ বলে ৩০ রানে এবং তার সঙ্গে শামার জোসেফ ছিলেন ১২ বলে ২১ রানে।
এর আগে পাকিস্তানের হয়ে ওপেনার সাইম আইয়ুব মাত্র ৩৮ বলে ৫৭ রানের দারুণ ইনিংস খেলে হন ম্যাচসেরা। তার সঙ্গে ফখর জামান ২৪ বলে ২৮, হাসান নওয়াজ ১৮ বলে ২৪, ফাহিম আশরাফ ৯ বলে ১৫ এবং সাহিবজাদা ফারহান ১২ বলে ১৪ রান করে দলের সংগ্রহ ১৭৮ রানে পৌঁছাতে সাহায্য করেন।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী রবিবার, একই ভেন্যুতে। এই ম্যাচে সিরিজে সমতা ফেরাতে মরিয়া হবে ওয়েস্ট ইন্ডিজ, আর পাকিস্তান চাইবে সিরিজ জয় নিশ্চিত করতে।