শিরোনাম |
❒ গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজি
রাজধানীর গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম জানে আলম অপু। তিনি গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক এবং ঘটনার পর থেকে পলাতক ছিলেন। আজ শুক্রবার (১ আগস্ট) রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল (ডিবি)।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলশানে চাঁদাবাজির ঘটনায় অপুকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে একই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ, ইব্রাহিম হোসেন ওরফে মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং একজন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।