শিরোনাম |
খুলনার কয়রা উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সুন্দর একটি ভবন থাকলেও জনবল না থাকায় ভবনটি আট মাস তালাবদ্ধ রয়েছে। যার ফলে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে উপকুলীয় জনপদ দক্ষিন বেদকী ইউনিয়নের মানুষ। জানা গেছে, কয়রা উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মুল দরজায় তালা লাগানো রয়েছে। এবং ভবনের সবগুলো কক্ষ বন্ধ। সেখানে কোনো কর্মকর্তা-কর্মচারী নেই।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানাগেছে, দির্ঘ আটমাস স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ রয়েছে। এর আগে মাঝে মধ্যে খুলতে দেখা গেলেও দির্ঘদিন বন্ধ রয়েছে। নিয়মিত চিকিৎসক ও জনবল না থাকায় সেখানে কেউ স্বাস্থ্য সেবা নিতে আসেন না। সংরক্ষিত আসনের ইউপি সদস্য বিথিকা রানী জানান, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি বন্ধ থাকায় এলাকার নারীরা বেশি অসুবিধায় পড়েছেন। অনেকেই চিকিৎসা নিতে ঘড়িলাল বা পার্শ্ববর্তী উপজেলা শ্যামনগরে চলে যান। যারা একটু সচ্ছল তারা খুলনা শহর অথবা সাতক্ষীরা চলে যান। তবে গরীব ও অসহায় মানুষদের গ্রাম্য ডাক্তাদের ওপর ভরসা রাখতে হয়।
দক্ষিন বেদকাশী ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ওসমান গনি খোকন বলেন, এখানে আগে একজন স্বাস্থ্য সহকারী ছিলেন। সে সময় লোকজন চিকিৎসা সেবা নিতে আসতেন। তিনি চলে যাওয়ায় দীর্ঘদিন বন্ধ রয়েছে। যার কারনে এলাকার মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। দক্ষিন বেদকাশী ইউনিয়ন হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর দুরত্ব প্রায় ২৩ কিলোমিটার হওয়ায় জরুরী মুহুর্তে স্বাস্থ্য সেবা পাওয়া কঠিন। যে কারনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটিতে জনবল নিয়োগ দিয়ে চিকিৎসক সেবা চালু রাখা জরুরী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(চলতি দায়িত্বে) ডাক্তার এম শুভ্যমরিয়ম বলেন, জনবল সংকটের কারনে দক্ষিন বেদকাশী ইউনিয়ন স্বাস্থ্য ও কেন্দ্রটি বন্ধ রয়েছে। দুর্গম এলাকা হওয়ায় সেখানে কেউ যেতে চায় না। একজনকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হলেও তিনি বদলি হয়ে চলে গেছেন।
বিষয়টি উর্দ্ধতন কর্তপক্ষকে জানানো হয়েছে। খুলনা পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক আকিব উদ্দিন বলেন, দক্ষিন বেদকাশী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি বন্ধ রয়েছে আমার জানা ছিলনা। জনবল সংকট রয়েছে তার পরেও খোজ নিয়ে সপ্তাহে একদিন চিকিৎসক সেবা প্রদানের ব্যবস্থা করা হবে।