gramerkagoj
শনিবার ● ৩০ আগস্ট ২০২৫ ১৪ ভাদ্র ১৪৩২
gramerkagoj
লোহাগাড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে দিনমজুরের করুণ মৃত্যু
প্রকাশ : শুক্রবার, ১ আগস্ট , ২০২৫, ০২:২৭:০০ পিএম
চট্টগ্রাম প্রতিনিধি:
GK_2025-08-01_688c7a6e1217e.jpg

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে রেললাইনে কাটা পড়ে মো. হাসান (৪২) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত হাসান হাদুর পাহাড় এলাকার সৈয়দ আহমেদের ছেলে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে চুনতির আলী বাপের পাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের পাশে তার ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা মরদেহটি শনাক্ত করেন।

স্থানীয়রা জানান, হাসানের নিজস্ব একটি পানের বরজ রয়েছে। কাজ শেষে রাতে তিনি বাসায় ফিরছিলেন। ধারণা করা হচ্ছে, রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চুনতি ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুল মাবুদ বলেন, হাসান কানে কম শুনতেন। সম্ভবত কাছে আসা ট্রেনের শব্দ শুনতে না পেয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন।

ঘটনাটি তদন্ত করে দেখছে স্থানীয় প্রশাসন। তবে প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে।

আরও খবর

🔝