gramerkagoj
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
gramerkagoj

❒ ঘোড়াঘাটে ২০ বছরের জমি বিরোধের অবসান

সীমানা নির্ধারণ করে সমঝোতা গড়লেন ইউপি চেয়ারম্যান
প্রকাশ : শুক্রবার, ১ আগস্ট , ২০২৫, ০২:৫০:০০ পিএম
আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
GK_2025-08-01_688c7fce0e82d.jpg

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের আবিরের পাড়া মৌজায় দীর্ঘ ২০ বছর ধরে চলমান জমির সীমানা সংক্রান্ত বিরোধের অবসান ঘটেছে। স্থানীয় সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেনের সক্রিয় উদ্যোগে জমির সীমানা নির্ধারণ করে দুই পরিবারের মধ্যে সমঝোতা স্থাপন করা হয়েছে।

জানা গেছে, আবিরের পাড়া গ্রামের রফিজল হক ও আব্দুর রশীদের পরিবারের মধ্যে মোট ১৮৭ শতাংশ জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে থানায় ও ইউনিয়ন পরিষদে একাধিকবার শালিস বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি।

সম্প্রতি সিংড়া ইউনিয়ন পরিষদে জমা দেওয়া এক অভিযোগের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন বিরোধীয় জমিতে সরেজমিনে উপস্থিত হয়ে দিনব্যাপী শালিসের আয়োজন করেন। পরে পরিষদের মনোনীত আমিন দিয়ে জমি পরিমাপ করে সীমানা নির্ধারণ করা হয় এবং নির্ধারিত স্থানে খুঁটি স্থাপন করে উভয় পক্ষকে সন্তুষ্টির ভিত্তিতে সমঝোতায় আনা হয়।

এই সময় উপস্থিত ছিলেন সিংড়া ইউপি সদস্য গোলাম রব্বানী, সাবেক ইউপি সদস্য সেজাদুল হক পলাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং উভয় পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা। উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান, দুই পরিবারের মধ্যে জমির সীমা নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল, যা আজকের এই উদ্যোগে সম্পূর্ণভাবে মীমাংসা হয়েছে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন বলেন, দুই পরিবারের মধ্যে জমির সীমানা নিয়ে বহুদিন ধরে সমস্যা চলছিল। আজ স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে একটি স্থায়ী সমাধান করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এমন সমস্যায় আমরা আন্তরিকভাবে পাশে থাকব।

আরও খবর

🔝