gramerkagoj
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
gramerkagoj

❒ মার্কো রুবিও

ভারত এখনও যুক্তরাষ্ট্রের শতভাগ মিত্রে পরিণত হয়নি
প্রকাশ : শুক্রবার, ১ আগস্ট , ২০২৫, ০৩:৩৪:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2025-08-01_688c8a183b8a7.jpg

দীর্ঘ সাত দশকের বন্ধুত্ব থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বাণিজ্যে ভারত এখনও যুক্তরাষ্ট্রের শতভাগ মিত্রে পরিণত হয়নি—এমন মন্তব্য করেছেন মার্কো রুবিও, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী।

বুধবার ট্রাম্প ২৫ শতাংশ রপ্তানি শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে রুবিও এ মন্তব্য করেন।

রুবিও বলেন, “বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে ভারত আমাদের বন্ধু এবং কৌশলগত অংশীদার হলেও, এই মিত্রতা এখনো শতভাগ পর্যায়ে পৌঁছায়নি।” তিনি জানান, ভারতের অনেক নীতিমালা ও ব্যবসায়িক কার্যক্রম যুক্তরাষ্ট্রের জন্য ‘জ্বালা-যন্ত্রণা’র কারণ হয়ে দাঁড়িয়েছে।

রুবিও আরও বলেন, “ভারত একটি বৃহৎ দেশ; তাদের তেল, গ্যাস, কয়লা এবং অন্যান্য জ্বালানির চাহিদা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। আন্তর্জাতিক বাজার থেকে প্রচলিত মূল্যে জ্বালানি কিনে তাদের চাহিদা মেটানোর ক্ষমতাও তাদের রয়েছে। কিন্তু তারা তা করছে না।”

তিনি বলেন, “ভারত নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়ার কাছ থেকে সস্তা তেল কিনছে। যদিও আন্তর্জাতিক বাজারে অন্যান্য বিক্রেতারা সহজলভ্য, তবুও তারা শুধুমাত্র রাশিয়ার তেল কেনে এবং সেই তেল অনেক ক্ষেত্রেই বেশি দামে আন্তর্জাতিক বাজারে বিক্রি করে।”

রুবিও মন্তব্য করেন, “এটা দুর্ভাগ্যজনক, কারণ ভারতের এই নীতি রাশিয়ার যুদ্ধ সরঞ্জাম সচল রাখতে সাহায্য করছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই ব্যাপারে গভীর হতাশা প্রকাশ করেছেন।”

সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ড

আরও খবর

🔝