শিরোনাম |
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশে যেন নতুন কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি।
তিনি বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান শুধু একটি ঘটনা নয়, এটি দেশের মানুষকে আরো সচেতন ও সজাগ করেছে। শুক্রবার (১ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন।
‘জুলাই চব্বিশের গণ-অভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা এবং ‘২য় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ শীর্ষক বইয়ের ইংরেজি ও আরবি সংস্করণের মোড়ক উন্মোচন উপলক্ষে জামায়াতে ইসলামী এই অনুষ্ঠানের আয়োজন করে।
সেমিনারে গোলাম পরওয়ার বলেন, চব্বিশের জানুয়ারি থেকেই তৎকালীন আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ শুরু করে। জুন মাস থেকে তারা রাস্তায় নেমে আসে, যা চূড়ান্ত পরিণতি লাভ করে করে জুলাইয়ের অভ্যুত্থানে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের একটি ধারাবাহিক সংস্কৃতি গড়ে তোলা এখন সময়ের দাবি। শুধু একটি আন্দোলন নয়, বরং টেকসই পরিবর্তনের জন্য রাষ্ট্রীয় মৌলিক সংস্কার ও রাজনৈতিক ঐক্য অপরিহার্য।