শিরোনাম |
হবিগঞ্জের বাহুবল সদর থেকে রাজাপুর বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সড়ক বছরের পর বছর ধরে পড়ে আছে চরম অবহেলায়। রাস্তা জুড়ে বড় বড় গর্ত, উঠে যাওয়া ইট-সুড়কি আর বর্ষায় জমে থাকা পানিতে সড়কটি এখন একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন সাতটি গ্রামের হাজারো মানুষ চলাচল করলেও দীর্ঘদিন ধরে সংস্কারে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট দপ্তর।
সাতপাড়িয়া, আকিলপুর, কাইতগাঁও, পনারাব্দা, রাজাপুর, মিঠাপুরসহ আশপাশের গ্রামের বাসিন্দারা প্রতিদিন এই সড়ক ব্যবহার করে বাহুবল সদরে স্কুল, কলেজ, বাজার, হাসপাতাল ও অন্যান্য জরুরি স্থানে যাতায়াত করেন। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে তাদের প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের জানালেও সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।
প্রতিদিনই সাতপাড়িয়া, আকিলপুর, কাইতগাঁও, পনারাব্দা, রাজাপুর, মিঠাপুরসহ আশপাশের গ্রামের বাসিন্দারা এই সড়ক ব্যবহার করে বাহুবল সদরে যাতায়াত করেন।
স্থানীয় বাসিন্দা ও আকিলপুর গ্রামের মশ্বব আলী জানান, স্কুল, কলেজ, হাসপাতাল—সব জায়গায় যেতে হয় এই সড়ক দিয়ে। রোগী বহন করতেও হয়। বহুবার আবেদন করেও কোনো লাভ হয়নি।
মিঠাপুর গ্রামের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া পারভীন বলেন, বর্ষার সময় রাস্তায় কাঁদা ঠেলে স্কুলে যাওয়া খুব কষ্টের। মাঝে মাঝে স্কুলে যেতেই ইচ্ছা করে না।
রাজাপুর গ্রামের প্রবীণ আব্দুস ছোবান বলেন, এই বয়সে এই রাস্তায় হাঁটলে মনে হয় নাড়িভুড়ি বেরিয়ে যাবে। অন্য জায়গার রাস্তা হয়, কিন্তু এই রাস্তাটার কোনো খবর নেই। এটা তো একরকম অবিচার।
বাহুবল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মফিজুর রহমান জানান, চার কিলোমিটার রাস্তাটি বহুদিন ধরেই খারাপ অবস্থায় আছে। দ্রুতই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে এবং সড়কটি পুনরায় সংস্কার করা হবে বলে আশা করা যাচ্ছে।