gramerkagoj
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৫ ভাদ্র ১৪৩২
gramerkagoj
কুয়াকাটার উপকূলে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ
প্রকাশ : শুক্রবার, ১ আগস্ট , ২০২৫, ০৪:০৪:০০ পিএম
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
GK_2025-08-01_688c9142141b6.jpg

কুয়াকাটার সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়া জেলে নজরুল ইসলামের (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকালে কুয়াকাটা সৈকতের মিরাবাড়ী স্পটে মরদেহটি ভেসে আসে বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। নিহত নজরুল ইসলাম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে সৈকতের মিরাবাড়ী এলাকায় একটি মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে ছুটে যান নিহতের ছেলে নাসির হাওলাদার এবং তিনি মরদেহটি শনাক্ত করেন।

নাসির হাওলাদার জানান, সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবিতে আমার বাবা নিখোঁজ হন। ট্রলারে ১৫ জন ছিলেন। ৮৪ ঘণ্টা পর ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়, বাকি ৫ জন নিখোঁজ ছিলেন। তাঁদের মধ্যেই একজন ছিলেন আমার বাবা। আজ সকালে সৈকতে তাঁর মরদেহ পাওয়া গেছে।

ঘটনার বিষয়ে কুয়াকাটা নৌ পুলিশের এএসআই মনিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। পরবর্তী আইনগত প্রক্রিয়া আমরা সম্পন্ন করছি।

আরও খবর

🔝