gramerkagoj
শনিবার ● ৩০ আগস্ট ২০২৫ ১৪ ভাদ্র ১৪৩২
gramerkagoj

❒ এশিয়া কাপের আগে প্রস্তুতিতে ঝাঁপ

আফগানিস্তান-আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে পাকিস্তান
প্রকাশ : শুক্রবার, ১ আগস্ট , ২০২৫, ০৪:৪৭:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-08-01_688c9b53ea3d8.jpg

এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে দলগুলো যখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত, তখন বড়সড় এক উদ্যোগ নিল পাকিস্তান। আসন্ন মহাদেশীয় টুর্নামেন্টকে ঘিরে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে সঙ্গে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরইমধ্যে এই সিরিজের পূর্ণাঙ্গ সূচিও প্রকাশ করেছে তারা।

টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত এই সিরিজটি শুরু হবে আগামী ২৯ আগস্ট থেকে এবং চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। সব ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। এশিয়া কাপ যেহেতু একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে, তাই এই সিরিজ অংশগ্রহণকারী দলগুলোর জন্য আদর্শ প্রস্তুতির সুযোগ এনে দিচ্ছে।

ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। তিন দল রাউন্ড-রবিন ভিত্তিতে একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ৭ সেপ্টেম্বর মুখোমুখি হবে ফাইনালে।

সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৭টায় (স্থানীয় সময়)। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে পাকিস্তান ও আফগানিস্তান।

ত্রিদেশীয় সিরিজের সময়সূচি (স্থানীয় সময় অনুযায়ী):
২৯ আগস্ট: আফগানিস্তান বনাম পাকিস্তান।
৩০ আগস্ট: আরব আমিরাত বনাম পাকিস্তান।
১ সেপ্টেম্বর: আরব আমিরাত বনাম আফগানিস্তান।
২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম আফগানিস্তান।
৪ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম আরব আমিরাত।
৫ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম আরব আমিরাত।
৭ সেপ্টেম্বর: ফাইনাল (শীর্ষ দুই দলের মধ্যে)।

প্রথমে পরিকল্পনা ছিল, আগস্টে পাকিস্তান ও আফগানিস্তান একটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে। তবে পরবর্তীতে পিসিবি প্রস্তাব দেয় সেটিকে ত্রিদেশীয় সিরিজে রূপান্তর করে আমিরাতে আয়োজনের। এই প্রস্তাবে সম্মতি দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও সংযুক্ত আরব আমিরাত।

ত্রিদেশীয় সিরিজ শেষ হওয়ার দুই দিন পরেই শুরু হবে বহুল প্রতীক্ষিত এশিয়া কাপ ২০২৫। ৯ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। এবারের আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, যা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

এশিয়া কাপে দুই গ্রুপে ভাগ হয়ে এশিয়া কাপে মোট ৮টি দল অংশ নেবে। গ্রুপ ‘এ’-তে রয়েছে পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং।

পাকিস্তান তাদের এশিয়া কাপ মিশন শুরু করবে ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে। এরপর ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ক্রিকেটপ্রেমীদের জন্য বহুল প্রতীক্ষিত ম্যাচ—ভারত বনাম পাকিস্তান।

আরও খবর

🔝