শিরোনাম |
❒ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দুর্ঘটনা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে একটি যাত্রীবাহী বাসের পেছনে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্দুল কাদের জিলানী এই তথ্য নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ জেলার নান্দাইলের ৭০ বছর বয়সী আব্দুল কুদ্দুস চান মিয়া নিহত হন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ময়মনসিংহের গৌরীপুর থেকে ফরিদপুরের আটরশি দরবার শরিফগামী বাসের চাকা নষ্ট হওয়ায় কামারখোলা এলাকায় এক্সপ্রেসওয়ের পাশে গাড়িটি রেখে মেরামত করছিলেন কর্মীরা। তখনই পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। দুর্ঘটনার কারণে ওই এলাকায় সাময়িক যানজট সৃষ্টি হলেও পুলিশ ও উদ্ধারকর্মীদের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।