শিরোনাম |
❒ আসিফ নজরুল
যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে। স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হয়। হোয়াইট হাউসের এক ঘোষণায় এই শুল্কের পরিমাণ জানানো হয়।
আইন উপদেষ্টা আসিফ নজরুল এই সিদ্ধান্তকে অন্তর্বতীকালীন সরকারের একটি সফলতা হিসেবে অভিহিত করেছেন। তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের পূর্বের ১৫ শতাংশ শুল্ক থেকে এখন ২০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে, যা “অন্য একটি সফলতা”।
হোয়াইট হাউসের ঘোষণায় আরো জানা গেছে, পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, আফগানিস্তানের ওপর ১৫ শতাংশ, ভারতের ওপর ২৫ শতাংশ, ব্রাজিলের ওপর ১০ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ১৯ শতাংশ, মালয়েশিয়ার ওপর ১৯ শতাংশ, মিয়ানমারের ওপর ৪০ শতাংশ, ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ, শ্রীলঙ্কার ওপর ২০ শতাংশ, এবং ভিয়েতনামের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল এই সিদ্ধান্তকে বাংলাদেশের জন্য ইতিবাচক বলে মনে করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে চীনের বাজার হারানোর সম্ভাবনায় প্রথমে ভারতকে সেই শূন্যস্থান পূরণে এগিয়ে যেতে দেখা যাচ্ছিল। কিন্তু ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ এবং বাংলাদেশের ওপর অপেক্ষাকৃত কম ২০ শতাংশ শুল্কের কারণে মার্কিন ক্রেতারা বাংলাদেশকে চীনের বিকল্প হিসেবে বিবেচনা করতে পারেন।