gramerkagoj
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
gramerkagoj

❒ জামায়াতে ইসলামীর মুজিবুর রহমানের দাবি

জাতীয় সংসদে কোরআনের আইন বিজয়ী করতে হবে
প্রকাশ : শুক্রবার, ১ আগস্ট , ২০২৫, ০৫:৩৬:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2025-08-01_688ca6b532c27.jpg

জাতীয় সংসদে কোরআনের আইন প্রণয়ন করেই দেশের মানুষের সত্যিকার স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির মুজিবুর রহমান।

শুক্রবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘জুলাই ২৪ এর গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, জালেমদের বিরুদ্ধে যারা আন্দোলন করে জীবন উৎসর্গ করেছে, মহানবী (সা) তাদেরকে শহীদ হিসেবে ঘোষণা করেছেন। আমরা প্রথম এবং দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছিলাম, এখন দেশের মানুষের জন্য নতুন একটি স্বাধীনতা প্রয়োজন। কারণ দাসত্ব করে কেউ সত্যিকার স্বাধীনতা পেতে পারে না। তাই মানবনির্মিত মতবাদকে দাফন করে জাতীয় সংসদে কোরআনের আইনকে বিজয়ী করতে হবে। এভাবেই ১৭ কোটি মানুষের সম্মান ও মুক্তি আসবে।

মুজিবুর রহমান আরও বলেন, দেশকে সত্যিকার কল্যাণকর রাষ্ট্রে রূপান্তর করতে হলে আল-কোরআনের বিধান দেশের মাটিতে প্রতিষ্ঠা করতে হবে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সকল ক্ষেত্রে কোরআন মেনে চলার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। এই বিধান প্রতিষ্ঠায় আমাদের সবাইকে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে এগিয়ে যেতে হবে। জুলাইয়ের শহীদদের মতো প্রয়োজনে আমাদের জীবন পর্যন্ত বিসর্জন দিতে হবে।

শহীদদের পিতা-মাতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা শহীদদের জন্য গৌরবান্বিত। এই আদর্শকে লালন করে আমরা সবাই এগিয়ে যেতে পারি।

সেমিনারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সেলিম উদ্দিন, গণঅধিকার পরিষদের সহ সভাপতি ফারুক হাসান, ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

🔝