gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে
প্রকাশ : সোমবার, ১৬ অক্টোবর , ২০২৩, ০১:৩৭:০০ পিএম , আপডেট : সোমবার, ২৯ এপ্রিল , ২০২৪, ০৩:১৯:৩৬ পিএম
কাগজ ডেস্ক:
GK_2023-10-16_652ce818e3799.jpg

সারাদেশ থেকে বিদায় নিয়েছে মৌসুমি বায়ু। বৃষ্টিও একেবারে থেমে গেছে। আপাতত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী কয়েকদিন তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশের কোথাও বৃষ্টি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
সোমবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা। মাঝে মাঝেই সূর্য মেঘের আড়ালে লুকিয়ে পড়ছে।
সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী মঙ্গলবার ও বুধবারও আবহাওয়া পরিস্থিতি একই রকম থাকতে পারে বলেও জানিয়েছেন এ আবহাওয়াবিদ।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছিল খুলনা, ফরিদপুর ও মোংলায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এর আগের দিন সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আরও খবর

🔝