gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পাচার মামলায় বাঘারপাড়ার ভাই-বোন রিমান্ডে
প্রকাশ : সোমবার, ১১ জানুয়ারি , ২০২১, ১০:১৬:২৮ পিএম
কাগজ সংবাদ:
1610381823.jpg
যশোরের বাঘারপাড়ার একটি মানবপাচার মামলায় আটক দু’ ভাই-বোনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসমিরা হলেন, যশোর সদর উপজেলার কাজীপুর গ্রামের শহীদ বাবুর ছেলে মিঠু ও মেয়ে নাসরিন। সোমবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন।মামলার অভিযোগে জানা গেছে, আসামি মিঠু বাঘারপাড়ার আলাদীপুরের ইয়াসিন হোসেনের মেয়ে আদুরী খাতুনকে বিদেশে চাকরি দেয়ার প্রলোভন দেখান। তার কথায় রাজি হয়ে তিনি বিদেশে যেতে প্রস্তুতি নেন। এরপর আসামির কথামতো তিনি যশোর বাসস্ট্যান্ডে আসেন। বাসস্ট্যান্ডে এসে তিনি ঝিনাইদহের মহেশপুরের কোহিনুর বেগম, পটুয়াখালীর বড়বিঘার ফাতেমা, বরগুনা সদরের তানিয়া আক্তারসহ ১০ জনকে দেখতে পান। যাদের মিঠু বিদেশে নিয়ে যাবেন। মিঠু তাদের বেনাপোলে নিয়ে যান। বেনাপোলে মিঠুর সাথে আরও কয়েকজন জড়ো হয়। তাদের সিএনজিতে করে নিয়ে যাওয়ার সময় তিনি পোস্টারে মমতার ছবি দেখে বুঝতে পারেন তারা ভারতের মধ্যে চলে এসেছেন। পরে তাদের দালালের মাধ্যমে হায়দরাবাদ পাঠিয়ে দেয়। পরে তিনি পালিয়ে পুলিশের সহযোগিতায় তার সাথে যাওয়ায় কয়েকজনকে উদ্ধার করে। একটি সেফহোমে থাকার পর গত ২৫ নভেম্বর তিনিসহ অন্যরা দেশে ফিরে আসেন। এ ঘটনায় তিনি গত ২৩ ডিসেম্বর আটজনের নাম উল্লেখসহ অপরিচিত কয়েকজনকে আসামি করে বাঘারপাড়া থানায় মামলা করেন। পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ওই দু’জনকে আটক করা হয়। এরপর সাতদিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সোমবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আরও খবর

🔝