gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
শেখ রাসেলকে পরাজয়ের স্বাদ দিল শেখ জামাল
প্রকাশ : শনিবার, ৬ ফেব্রুয়ারি , ২০২১, ০৭:৪৬:২১ পিএম
ক্রীড়া ডেস্ক::
1612619261.jpg
আক্রমণাত্মক ফুটবল শৈলী উপহার দিয়ে দুই অর্ধে দু’টি করে গোল পেয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।  প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম হারের স্বাদ পেল শেখ রাসেল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ৪-২ গোলে জয় পেয়েছে শেখ জামাল। টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে শফিকুল ইসলাম মানিকের দল। এক ম্যাচ বেশি খেলা বসুন্ধরা কিংস ১৮ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে।  প্রথমার্ধের শেষ দিকে দুই গোল করে ম্যাচে চালকের আসনে বসে শেখ জামাল। প্রথম গোলে অবশ্য গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার মনোযোগের কমতির দায় ছিল। বক্সের বাইরে থেকে সুলাইমান সিল্লাহর শটে বলের লাইনে ছিলেন রানা। কিন্তু একটু লাফিয়ে উঠে তালগোল পাকান তিনি। বল তার গ্লাভস ফসকে জাল খুঁজে নেয়।প্রথমার্ধের যোগ করা সময়ে ভালিজনোভের থ্রু পাস ধরে গাম্বিয়ার ফরোয়ার্ড ওমর জোবের বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন।৫৯ মিনিটের গোলে শেখ রাসেলকে আরও কোণঠাসা করে ফেলে শেখ জামাল। বাঁ দিক থেকে সুলেমান কিংয়ের শট তাজিকিস্তানের ডিফেন্ডার সিওভুস আসরোরভ ফেরানোর পর জোবের ফিরতি কোনাকুনি শটে পরাস্ত রানা।৬৬ মিনিটে ডি বক্সে ঢুকে ভালো পজিশন থেকে ক্রসবার উঁচিয়ে মেরে ম্যাচে ফেরার সুযোগ নষ্ট করেন শেখ রাসেলের মোহাম্মদ ইলিয়াস। তিন মিনিট পর গোল পায় ২০১২-১৩ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা। দুইশবেকভের কর্নারে মোনেকের হেড দূরের পোস্টে লাগার পর জিয়াউর রহমান ফেরালেও বল গোললাইন পেরিয়ে যায়।৭৪ মিনিটে শেখ রাসেলের ঘুরে দাঁড়ানোর পথটা আরও কঠিন করে দেয় সলোমন কিংয়ের পেনাল্টি গোল। ডি বক্সে গাম্বিয়ার এই ফরোয়ার্ডকে পেছন থেকে ট্যাকলে বদলি ডিফেন্ডার রাশেদুল আলম মনি ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।দুইশবেকভ ৮২ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান কমান। ডি বক্সে মোহাম্মদ আব্দুল্লাহকে মনির হোসেন ফাউল করলে পেনাল্টি পায় শেখ রাসেল।

আরও খবর

🔝