gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোর নাথপাড়ায় নামযজ্ঞ অনুষ্ঠানের প্রস্তুতি সভা
প্রকাশ : শনিবার, ২০ মার্চ , ২০২১, ০৯:১৬:২৩ পিএম
প্রেস বিজ্ঞপ্তি:
1616253404.jpg
গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে যশোর পশ্চিম বারান্দী নাথপাড়া সর্বজনীন পূজা মন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠিত হবে। শুক্রবার রাতে এ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ২৬ মার্চ ভাগবত পাঠের পর যজ্ঞের অধিবাস সম্পন্ন হবে। ২৭ ও ২৮ মার্চ ১৬ প্রহরের নাম সংকীর্তন শেষে ২৯ মার্চ ভোগ মহৎসব অনুষ্ঠিত হবে। পশ্চিম বারান্দী নাথপাড়া পূজা মন্দিরের ভক্তবৃন্দ জানিয়েছেন, চতুর্তবারের মতো এ মহা নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। এ আয়োজনের অন্যতম প্রধান চাওয়া দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি ও কল্যাণ কামনা। এ কামনায় ২৬ মার্চ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের পর ভাগবত আলোচনা হবে। আলোচক থাকবেন ভক্তপ্রবর বিল্ল মঙ্গল দাস।  এবারের আয়োজনে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সকলের মাস্ক পরা নিশ্চিত করার প্রতি সভায় গুরুত্বারোপ করা হয়।

আরও খবর

🔝