gramerkagoj
রবিবার ● ২৮ এপ্রিল ২০২৪ ১৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
করোনায় মৃত্যু কমেছে ভারতে
প্রকাশ : মঙ্গলবার, ১ জুন , ২০২১, ০১:০৪:২২ পিএম
:
1622531127.jpg
আন্তর্জাতিক ডেস্ক: মহামারির দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কিছুটা সামলে উঠেছে ভারত। গেল কয়েকদিনের পরিসংখ্যান তেমনটিই আভাস দিচ্ছে। দৈনিক সংক্রমণ সংখ্যাও কমছে। একটানা ৫৪ দিন পর মঙ্গলবার ভারতের দৈনিক সংক্রমণ নেমে এসেছে এক লাখ ২৭ হাজারের ঘরে। কমেছে মৃত্যুর সংখ্যাও। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে এক লাখ ২৭ হাজার ৫১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে অনেকটা কম। শুধু তাই নয় ৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন শনাক্ত এটি। এতে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৪ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা তিন লাখ ৩১ হাজার ৮৯৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দুই হাজার ৭৯৫ জনের। দীর্ঘদিন পরে মৃতের সংখ্যাটা তিন হাজারের নিচে নেমে এসেছে।চলতি মাসের প্রথমদিকে একদিনে চার লাখ ১৪ হাজারেরও বেশি রোগী শনাক্তের মধ্য দিয়ে দৈনিক সংক্রমণের বিশ্বরেকর্ড করেছিল ভারত। অতিরিক্ত রোগীর চাপে স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল আর হাসপাতালগুলোতে প্রয়োজনীয় শয্যা ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছিল।

আরও খবর

🔝