gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
আইসিসি’র টুর্নামেন্ট আয়োজনে আগ্রহী বাংলাদেশ
প্রকাশ : মঙ্গলবার, ৬ জুলাই , ২০২১, ০৩:২৯:৪৮ পিএম
ক্রীড়া ডেস্ক::
1625563830.jpg
২০২৪ থেকে ২০৩১ এই আট বছরে একগুচ্ছ টুর্নামেন্টের আয়োজন করবে আইসিসি। এই টুর্নামেন্টগুলির আয়োজক দেশ বাছাইয়ের কাজ এরইমধ্যে শুরু করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এই আট বছরে দু’টি ওয়ানডে বিশ্বকাপ, দু’টি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং চারটি টি-২০ বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে।টুর্নামেন্ট আয়োজনে প্রক্রিয়ার শুরুতেই আইসিসি’র ভেতরে খুশির হাওয়া। আটটি টুর্নামেন্ট আয়োজনের জন্য মোট ১৭টি দেশ এগিয়ে এসেছে, যা ক্রিকেটকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আইসিসির যে কর্মসূচি, সে ক্ষেত্রে একটি বিরাট সুখবর। শুধুমাত্র পুরুষদের টুর্নামেন্টেই নয়, নারীদের টুর্নামেন্ট, অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও রয়েছে এ তালিকায়।টুর্নামেন্ট আয়োজনের জন্য যে ১৭টি দেশ আয়োজক হতে চায় তার মধ্যে রয়েছে বাংলাদেশের নামও। আইসিসির পক্ষ থেকে দেওয়া তালিকায় যে ১৭টি দেশের নাম রয়েছে,  সে সব দেশে হচ্ছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, নামিবিয়া, নিউজিল্যান্ড, ওমান, পাকিস্তান, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জিম্বাবুয়ে।কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (পাপন) সভাপতি বোর্ডের বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন, বিশ্বকাপ আয়োজন করতে যেহেতু ভেন্যু বেশির প্রয়োজন হয়, সে কারণে এই আসরগুলো আয়োজনের জন্য যৌথভাবে আবেদন করবেন। এছাড়া এককভাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার জন্যও আবেদন করবেন বলে জানিয়েছিলেন বিসিবি সভাপতি।

আরও খবর

🔝