gramerkagoj
মঙ্গলবার ● ৭ মে ২০২৪ ২৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
রাজশাহী হাসপাতালে ৩ নম্বর করোনা ওয়ার্ডে দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাট
প্রকাশ : মঙ্গলবার, ৬ জুলাই , ২০২১, ০৬:৪৬:৪৪ পিএম
রাজশাহী ব্যুরো ::
1625575775.jpg
রাজশাহী মেডিকেল কলেজের ৩ নম্বর করোনা ওয়ার্ডে দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাট চলছে বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। রোগীর স্বজনদের অভিযোগ, গতকাল থেকে ৩ নং করোনা ওয়ার্ডে চলছে দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাট। গতকাল বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল সার্কিট ব্রেকার ত্রুটিতে। আজ মঙ্গলাবার (৬ জুলাই) সকালে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে ১০ থেকে ১২ বার লোডশেডিংয়ে। মেডিকেল কলেজে হাসপাতালের একাধিক ওয়ার্ডে বিদ্যুৎ চলে যাওয়ার অভিযোগও করেন স্বজনরা। এতে রোগীরা শ্বাসকষ্টে ভুগেছেন বলেও দাবি তাদের।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ২’শ ৩৩টি কনসেনট্রেটর, ১ হাজার ১শ’ ২২টি সিলিন্ডার, ৭৪টি হাইফ্লো ন্যাজল ক্যানোলা ও ১২টা বায়োপ্যাপের মাধ্যমে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সুবিধা দেয়া হচ্ছে রোগীদের। এদিকে, শয্যার অনুপাতে রোগী ভর্তি বাড়তে থাকায় আরও একটি নতুন করোনা ওয়ার্ড চালু করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এ নিয়েমোট ১৪টি ওয়ার্ডে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সুবিধাসহ করোনা চিকিৎসার জন্য বরাদ্দ হলো ৪৫৪টি শয্যা।

আরও খবর

🔝