gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
চট্টগ্রাম নগরীতে গ্যাস লিকেজ থেকে আগুন, ভবন মালিক গ্রেপ্তার
প্রকাশ : বুধবার, ৩ নভেম্বর , ২০২১, ০৬:২৫:০০ পিএম
চট্টগ্রাম প্রতিনিধি ::
1635942324.jpg
এক বছরের ব্যবধানে একই ভবনে দুদফা বিস্ফোরণের ঘটনায় ভবন মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ নভেম্বর) রাতে নগরীর উত্তর কাট্টলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকার মরিয়ম ষষ্ঠ তলায় একটি ফ্ল্যাটে ১ নভেম্বর বিস্ফোরণে ৬ জন অগ্নিদগ্ধ হন। পরে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের কর্তা জামাল শেখ বাদি হয়ে আকবর শাহ থানায় ভবন মালিকসহ দুজনের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা করেন। এর আগে গত বছরের ৮  নভেম্বর ওই ভবনের একই ফ্ল্যাটে গ্যাসের আগুনে দগ্ধ হন সাতজন। তাদের মধ্যে তিনজন মারা যান।আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  জহির হোসেন জানান, অভিযান চালিয়ে ভবন মালিককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আজ আদালতে রিমান্ডের আবেদন জানানো হবে। মামলার আরেক আসামি ভবনের তত্ত্বাবধায়ক বখতিয়ারকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।মামলার এজাহারে বলা হয়, বাসার মধ্যে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে বলে বারবার মালিককে বলা হয়। কিন্তু মালিক বিষয়টি পাত্তা দেননি। মালিকের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটে।মরিয়ম ভিলায় ষষ্ঠ তলায় গত বছরের নভেম্বরে গ্যাস লিকেজে থাকায় বৈদ্যুতিক স্পার্কের সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এবারও একই তলায় ঘটনা ঘটেছে। শুধু পার্থক্য হলো, গত বছর বৈদ্যুতিক সুইচ অন করতে গিয়ে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এবার ফ্ল্যাটের একটি কক্ষে বৈদ্যুতিক ব্যাট দিয়ে মশা মারতে গেলে হঠাৎ বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।

আরও খবর

🔝